শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গাবতলীতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গাবতলীতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সংগৃহীত

বুধবার বগুড়ার গাবতলীতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম নাননু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি (এমপি নাননু) প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান। উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহারিয়া আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দও আদর্শ কৃষকগণ। আধুনিক প্রযুক্তি স¤প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলায় মোট ২২টি স্টল অংশ নেয়। মেলার সমাপনী ঘটবে শুক্রবার।

সর্বশেষ: