রোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বগুড়ায় দুদকের ১৭৯তম গণশুনানি

বগুড়ায় দুদকের ১৭৯তম গণশুনানি

সংগৃহীত

বগুড়া জেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৭৯তম গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের অংশ হিসাবে রোববার (১০ আগস্ট) বগুড়া শহীদ টিটু মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদক জানায়, হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলো বগুড়া জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একইসঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বাড়ানোর মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল অভিপ্রায়।

গণশুনানিতে জনসাধারণের সমাগমে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে এরইমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে। ফলে বগুড়া সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে।

গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বগুড়া জেলার সব নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য দুদকের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ:

শিরোনাম: