শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নববর্ষ উপলক্ষে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

নববর্ষ উপলক্ষে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

কম্পিউটার প্রোগ্রামিং চর্চাকে উৎসাহ দেওয়ার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহ, চর্চা ও তাদের দক্ষতা যাচাইয়ের জন্য আজ বছরের প্রথম দিনে বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে সিটি ইউনিভার্সিটি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘বাংলা নববর্ষ-১৪২৭ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা’।

দেশেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি উম্মুক্ত। দেশের ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী অনলাইন ইন্টারনেটে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কনটেস্ট ডিরেক্টর দায়িত্ব পালন করেন সি এস ই বিভাগীয় প্রধান মো. সাফায়েত হোসেন । ১৪ এপ্রিল মঙ্গলবার) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘন্টাব্যাপী কনটেস্ট প্লাটফর্ম ভার্চুয়াল জাজ (vjudge.net) এ প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করে যথাক্রমে জাবেদ ঢালী , মামুন, অর্জুন, রাশেদ, ফয়সাল। ১২ টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে ৯ টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে প্রথম, ৭টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে দ্বিতীয় ও তৃতীয়, ৫টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: