শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গুগল‌ ক্যামেরা’র সোশ্যাল শেয়ারে হোয়াটসঅ্যাপ উধাও

গুগল‌ ক্যামেরা’র সোশ্যাল শেয়ারে হোয়াটসঅ্যাপ উধাও

গুগল‌ ক্যামেরা অ্যাপের সোশ্যাল শেয়ার অপশনে ‘হোয়াটসঅ্যাপ’ নেই। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ (২.২১.১.১৩) উন্মুক্ত হওয়ার পর থেকেই এমনটা ঘটেছে।

জনপ্রিয় অ্যাপ ‘গুগল ক্যামেরা’ মূলত ছবি তোলা ও ছবি ব্যবস্থাপনার  কাজ করে। তাও শুধু মাত্র গুগলের তৈরি পিক্সেল সিরিজের স্মার্টফোনে এটি ব্যবহার করা যায়।

গুগলের এই অ্যাপ দিয়ে ছবি তোলার পর সেখানে নিচের দিক দেয়া সোশ্যাল বাটনে ক্লিক করেই শর্টকাটে চটজলদি ছবি শেয়ার বা পাঠানো যায়। কিন্তু সেই সোশ্যাল বাটন তালিকা থেকে হুট করেই হোয়াটসঅ্যাপ উধাও হয়ে গেল।

প্রযুক্তিপ্রেমিকদের অনেকেই প্রশ্ন করছেন, হোয়াটসঅ্যাপ নাকি গুগল কর্তৃপক্ষ এ কাজ করেছে? বিশেষজ্ঞরা জোর গলাতেই বলছেন, এটা হোয়াটসঅ্যাপের দিক থেকেই হয়েছে। কারণ হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপ হালনাগাদের পরপরই এমনটি হয়েছে। তবে গুগল ক্যামেরার হালনাগাদ এখনও আসেনি।

তবে হোয়াটসঅ্যাপ ইচ্ছে করেই নিজেদের শেয়ার বাটন গুগল ক্যামেরা অ্যাপ থেকে সরিয়েছে নাকি কারিগরি ত্রুটিজনিত কারণে হয়েছে–কদিন গেলেই খোলাসা হবে।

দৈনিক বগুড়া