বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রাতারাতি জনপ্রিয় ‘ক্লাবহাউজ’ অ্যাপ, যুক্ত হয়েছেন তারকারাও

রাতারাতি জনপ্রিয় ‘ক্লাবহাউজ’ অ্যাপ, যুক্ত হয়েছেন তারকারাও

রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে অডিওভিত্তিক চ্যাটরুম অ্যাপ ক্লাবহাউজ। জানুয়ারি পর্যন্ত ২.৩ মিলিয়ন বার অ্যাপটি ডাউনলোড হয়েছে বলে জানিয়েছে ফার্ম সেন্সর ডেটা।

আইফোন ব্যবহারকারীরা ‘ক্লাবহাউজ’ অ্যাপটি শুধু ইনভাইটেশনের ভিত্তিতে ফ্রি অ্যাপটি চালাতে পারছেন।

আলোচিত এই অ্যাপে পাবলিক ও প্রাইভেট অডিও চ্যাট রুম আছে। এতে কথপোকথন রেকর্ড করা হয় না। তবে বেশ কিছু তারকার কথাবার্তা ইউটিউবে আপলোড করা হয়েছে। অ্যাপটিতে লাইভ ডিজে পার্টি, সেলিব্রিটি টক শো ও স্পিড ডেটিংয়ের মতো অডিওভিত্তিক কার্যক্রম চালানোর সুযোগ রয়েছে।

সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদদের অনেকেই ক্লাবহাউজে ঢুঁ মেরেছেন। ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ও টেসলা প্রধান ইলন মাস্ক টক-শোতে অংশ নেয়ার পরই অ্যাপটির জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। এছাড়া মার্কিন তারকা অপরাহ উইনফ্রে, অ্যাশটন কুচার, ড্রেক, জেরাড লিও এতে যুক্ত হন।

টুইটে ইলন মাস্ক অ্যাপটিতে লাইভে কথা বলার ঘোষণা দেয়ার পরই ১ ফেব্রুয়ারি এর শেয়ার মূল্য ১১৭ শতাংশ বেড়ে যায়। ২০২০ সালে মে-তে চালু হওয়া অ্যাপটির মার্কেট ভ্যালু এখন ১০ কোটি ডলার।

ভবিষ্যতে জনপ্রিয় ব্যবহারকারীদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে নিয়োগ দিতে চায় ক্লাবহাউজ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: