মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্যামসাংয়ের নতুন ফোনে থাকছে তিনটি ক্যামেরা

স্যামসাংয়ের নতুন ফোনে থাকছে তিনটি ক্যামেরা

 

গ্যালাক্সি এ সিরেজের এ৩০ এবং এ৫০ ফোন বাজারে ছাড়ার পর আরো একটি ফোন বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। এই মডেলের নাম দেয়া হচ্ছে গ্যালাক্সি এ৬০।

মডেলেটি সম্পর্কে বলা হয়, অল্প সময়ের মধ্যে বাজারে আসতে পারে ইনফিনিটি-ও ডিসপ্লে সংযুক্ত ফোনটি। গ্যালাক্সি এ৬০ মডেলের ডিসপ্লে হবে ৬.৭ ইঞ্চি। যা সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস। এটি একই সিরিজের এ৩০ এবং এ৫০ মডেলের সঙ্গে মিল রয়েছে। ফোনটির ডিসপ্লেতেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটির আকর্ষণীয় বিষয়ের মধ্যে রয়েছে এর ক্যামেরা কনফিগারেশন। ডিভাইসটিতে দেয়া হচ্ছে তিনটি ক্যামেরা। যার প্রধান ক্যামেরা লেন্স হবে ৩২ মেগাপিক্সেলের। থাকতে পারে ৫ মেগাপিক্সেলের ডেফথ এবং ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সামনে থাকবে ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটিতে থাকতে পারে এক্সিনস ৯৬১০ কোয়ালকমের ‘এসএম৬১৫০’ স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর। ৬ এবং ৮ জিবি র‍্যামেরা সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ থাকবে। ফোনটিতে দীর্ঘ ব্যাকআপ দিতে রাখা হচ্ছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৯ পাই সংস্করণে।

কবে নাগাদ ডিভাইসটি বাজারে আসবে তা এখনো বলা না গেলেও, ধারণা করা হচ্ছে এপ্রিলের মধ্যেই এটি বাজারে আনবে স্যামসাং।

দৈনিক বগুড়া

সর্বশেষ: