সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ডেস্কটপে ইন্টারনেট গতি বাড়াতে গুগলের নতুন টুল

ডেস্কটপে ইন্টারনেট গতি বাড়াতে গুগলের নতুন টুল

গুগল ক্রোম যারা প্রতিনিয়ত ব্রাউজ করেন তারা প্রায়ই একটি সমস্যায় পড়েন। সেটি হচ্ছে অনেকগুলো ট্যাব খুলে রাখলেই নেট স্লো হয়ে যায়। কাজের সুবিধার জন্য ব্রাউজারে একাধিক ট্যাব খুলতেই হয়। পাশাপাশি প্রয়োজনীয় আর্টিকল পড়তে, দরকারি কোনো খবর বা ভিডিও দেখার জন্যও ট্যাব খুলে রাখেন অনেকে। ফলে ডিভাইসে অনেকখানি জায়গা দখল করে ফেলে এবং ডিভাইসের প্রসেসর স্লো করে ফেলে।

এই সমস্যার সমাধান নিয়ে এলো গুগল ক্রোম। গুগল ক্রোমে আসছে একটি নতুন পরিষেবা। যেখানে ব্যবহারকারীরা নিষ্ক্রিয় ট্যাবগুলিকে স্নুজ করতে এবং ইন্টারনেটের গতিকে বাধা না দিয়ে স্টোরেজ বাঁচাতে সাহায্য করবে।

ক্রোম নিষ্ক্রিয় ট্যাবগুলোকে স্নুজ করার জন্য এবং অন্যান্য অ্যাপ্লিকেশনগুলির জন্য সিস্টেম সংস্থানকে উন্মুক্ত করতে এই নতুন পরিষেবা নিয়ে জোরকদমে কাজ করছে। খুব শিগগির সবার জন্য রোল আউট হবে টুলসটি।

সূত্র: ইন্ডিয়া ডটকম

দৈনিক বগুড়া

সর্বশেষ: