রোববার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

আইফোন নির্মাণকারী সংস্থার নাম অ্যাপ্‌ল হলো কীভাবে?

আইফোন নির্মাণকারী সংস্থার নাম অ্যাপ্‌ল হলো কীভাবে?

সংগৃহীত

প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী প্রতিষ্ঠানের নাম অ্যাপল। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক বা অ্যাপল ওয়াচ- প্রযুক্তিপ্রেমীদের কাছে নামটি মানেই আলাদা আভিজাত্য। তবে এই নামকরণের পেছনে রয়েছে মজার এক গল্প।

১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়ক তাদের স্বপ্নের প্রযুক্তি কোম্পানির যাত্রা শুরু করেন। শুরুতে তারা চেয়েছিলেন কোম্পানির নাম রাখতে ‘এক্সিকিউটেক’ বা ‘মেট্রিক্স ইলেকট্রনিক্স’। কিন্তু নাম দুটি উচ্চারণে যেমন ভারী, তেমনি করপোরেট ঘরানার। জবস ও ওজনিয়কের মনে হলো, সাধারণ মানুষের কাছে এসব নাম কঠিন মনে হবে, সহজে গ্রহণযোগ্য হবে না। তাই শেষ মুহূর্তে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তারা।

এর কিছুদিন পর ক্যালিফোর্নিয়ার একটি অর্গানিক ফার্মে সময় কাটাতে যান স্টিভ জবস। প্রকৃতির কাছাকাছি থেকে তিনি ভাবলেন, কোম্পানির নাম প্রকৃতির মতো সহজ ও প্রাণবন্ত হওয়া উচিত। এ ছাড়া তার আরেকটি কৌশল ছিল, ফোন ডিরেক্টরিতে যেন নামটি সবার আগে আসে। এই দুটি কারণেই শেষ পর্যন্ত তিনি বেছে নেন ‘অ্যাপল’ নামটি।

প্রথমে কোম্পানির নাম রাখা হয় ‘অ্যাপল কম্পিউটার কোম্পানি’। তবে সময়ের সঙ্গে ব্যবসা ও পণ্যের ক্ষেত্র বাড়তে থাকায় পরে নাম বদলে রাখা হয় ‘অ্যাপল ইনকর্পোরেটেড’।

শুরুটা হয়েছিল ব্যক্তিগত কম্পিউটার দিয়ে। এরপর একে একে বাজারে আসে ম্যাকিন্টশ, আইপড, আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ। বর্তমানে ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান শুধু স্মার্টফোন বা কম্পিউটার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তি খাতেও অবদান রেখে চলেছে।

সূত্র: কালবেলা

সর্বশেষ: