
সংগৃহীত
আজকাল আমরা সারা দিন মোবাইল, স্মার্টওয়াচ, ইয়ারবাড—এসব ডিভাইস ব্যবহার করি। কিন্তু অনেক সময় ভুলে চার্জ দিতে দিই না। তখন অফিসে বা বাইরে হঠাৎ ফোন বন্ধ হয়ে গেলে সবচেয়ে ভরসার জিনিস হয়ে ওঠে পাওয়ার ব্যাংক। কিন্তু জানেন কি, এই ছোট্ট ডিভাইসটি ভুলভাবে ব্যবহার করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে?
চলুন জেনে নিই, পাওয়ার ব্যাংক ব্যবহারে কোন ভুলগুলো আমাদের বিপদে ফেলতে পারে।
ভুল ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে?
১. বাজারের সস্তা ও নকল পাওয়ার ব্যাংক কিনা বিপজ্জনক।
-লোকাল বা ব্র্যান্ডবিহীন সস্তা পাওয়ার ব্যাংকে মানসম্মত সার্কিট সুরক্ষা থাকে না।
- অতিরিক্ত গরম হয়ে এগুলো বিস্ফোরণ ঘটাতে পারে।
২. লিথিয়াম ব্যাটারি মানেই সতর্ক থাকতে হবে
- পাওয়ার ব্যাংকে সাধারণত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি থাকে।
- এগুলো অতিরিক্ত তাপ, শর্ট সার্কিট বা ভেজা পরিবেশে বিস্ফোরণ ঘটাতে পারে।
৩. রোদে ফেলে রাখা বা আর্দ্র জায়গায় রাখাও বিপজ্জনক
বেশি গরম বা ভেজা পরিবেশে রাখলে ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া বেড়ে যায়, যা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়।
৪. একই কেবল দিয়ে ফোন ও পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া ঠিক নয়
- এতে চার্জিং স্পিড ও পাওয়ার ট্রান্সফারে সমস্যা হয়।
- এতে ফোন ও পাওয়ার ব্যাংক, উভয়েরই ক্ষতি হতে পারে।
৫. সর্বক্ষণ পাওয়ার ব্যাংক চার্জে লাগিয়ে রাখা
এটা ব্যাটারির আয়ু কমিয়ে দেয় এবং অতিরিক্ত গরম হয়ে বিপজ্জনক হতে পারে।
নিরাপদে পাওয়ার ব্যাংক ব্যবহারের টিপস
- যাচাই করা ব্র্যান্ড থেকে পাওয়ার ব্যাংক কিনুন।
- যেটিতে ওভারচার্জ ও শর্ট সার্কিট প্রতিরোধক ব্যবস্থা আছে, এমন মডেল বেছে নিন।
- রোদে বা খুব গরম জায়গায় রাখবেন না।
- ভেজা হাতে বা ভেজা পরিবেশে চার্জ দেবেন না।
- সবসময় অরিজিনাল কেবল ব্যবহার করুন।
সূত্র: কালবেলা