শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিভারপুলে আরো ৪ বছর থাকছেন হেন্ডারসন

লিভারপুলে আরো ৪ বছর থাকছেন হেন্ডারসন

 

 

 

 

লিভারপুলের সঙ্গে বর্তমান চুক্তি নবায়ন করেছেন দলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন। নতুন চুক্তি অনুযায়ী আরো চার বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন এই মিডফিল্ডার।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। ২০১১ সালে সান্দারল্যান্ড থেকে অল রেড শিবিরে যোগ দেন হেন্ডারসন। দলটির হয়ে এখন পর্যন্ত ৩৯৪ ম্যাচ খেলে ৩০টি গোল করেছেন তিনি। এই সময়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন পাঁচটি শিরোপা।

হেন্ডারসনের নেতৃত্বেই ২০১৯-২০ মৌসুমে ৩০ বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জেতে লিভারপুল। দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি ২০২০ সালের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।

চলতি মৌসুমে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন হেন্ডারসন। এর আগে দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার ট্রেন্ট-অ্যালেকজান্ডার আর্নল্ড, মিডফিল্ডার ফাবিনিয়ো ও ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন।

আন্তর্জাতিক বিরতির আগে চলমান লিগে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

দৈনিক বগুড়া