মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইপিএলে দল বাড়ানোর সময় এসেছে : দ্রাবিড়

আইপিএলে দল বাড়ানোর সময় এসেছে : দ্রাবিড়

ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত পারফর্ম করা ভারতীয় ক্রিকেটারদের নিজেদের প্রতিভার জানান দেয়ার বড় একটি মঞ্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে নজর থাকে সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীদের। আইপিএলে কোনো এক মৌসুমে ভালো করতে পারলেই অনেকের নজরে চলে আসা যায়।

তাই ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করা রাহুল দ্রাবিড় চাইছেন, আইপিএলে এখন যেন দল বাড়ানো হয়। কেননা এতে করে ভারতীয় ক্রিকেটারদের সুযোগ আরও বৃদ্ধি পাবে। একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হওয়া ভার্চুয়াল সেমিনারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

দ্রাবিড়ের ভাষ্য, ‘প্রতিভার দিক থেকে চিন্তা করলে, আমরা এখন একটি দল বাড়ানোর অবস্থায় চলে গেছি। অনূর্ধ্ব-১৯ দলের অনেক ছেলেরা নিজেদের প্রমাণ করেছে, এসব দেখা সত্যিই আনন্দের। শুধুমাত্র তাদের রাজ্যদলেই নয়, আইপিএলেও তারা দুর্দান্ত খেলছে।’

তবে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় সুযোগই পাচ্ছে না মনে করেন দ্রাবিড়, ‘তবে কঠিন সত্য হলো, আরও অনেক খেলোয়াড় সুযোগই পাচ্ছে না। বিশেষ করে অনেক দলেই তরুণ খেলোয়াড়রা সারা মৌসুম বেঞ্চেই কাটছে। এখানে ক্রিকেটের মান অনেক এবং সব দলে দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে।’

আইপিএলের সবশেষ আসরে তরুণ খেলোয়াড়দের মধ্যে আশার আলো দেখিয়েছেন দেবদূত পাড্ডিকাল, রবি বিষ্ণুই, রুতুরাজ গাইকোয়ার, যশবি জাসওয়াল, কার্তিক ত্যাগিরা। এছাড়া হরিয়ানার লেগস্পিনার রাহুল তেওয়াতিয়া এবার সুযোগ পেয়ে সেটি পুরোপুরি কাজে লাগিয়েছেন।

তাই আইপিএলে আরও বেশি খেলোয়াড়দের সুযোগ করে দেয়ার পক্ষে দ্রাবিড়। তিনি বলেন, ‘আইপিএল এখন শুধু খেলার মানের দিক থেকেই সেরা নয়। আগে যখন প্রতিভাবান কোনো খেলোয়াড়ের দেখা মিলত, তাকে বলা হতো রাজ্যদলের হয়ে ভালো খেলার কথা। তাদের শুধু নিজের রাজ্যদলেই খেলতে হতো। এখন আইপিএলের কারণে কর্ণাটকার খেলোয়াড় মুম্বাইয়েও খেলতে পারে।’

দৈনিক বগুড়া

সর্বশেষ: