বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাইশ গজের বাঁহাতি জাদুকর আব্দুর রাজ্জাক

বাইশ গজের বাঁহাতি জাদুকর আব্দুর রাজ্জাক

দীর্ঘদিন ধরেই ছিলেন উপেক্ষার শিকার। শেষ পর্যন্ত অনেকটা আক্ষেপ নিয়েই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ দলের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক রাজ।

ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের কৃতিত্ব রাজ্জাকের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে বাইশ গজে রাজত্ব করেছেন আবদুর রাজ্জাক। তাকে ছাড়া জাতীয় দলের একাদশ চিন্তাই করা যেত না। উইকেট পেতেন নিয়মিত। কিন্তু একসময় উপক্ষিত হতে শুরু করেন এই অভিজ্ঞ স্পিনার। 

জাতীয় দলের হয়ে ১৫৩ ওয়ানডে খেলে ২০৭ উইকেট শিকার করেছেন রাজ্জাক। রঙিন পোশাকে নিয়মিত হলেও সাদা পোশাকে খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। ১৩ টেস্টের ক্যারিয়ারে শিকার করেছেন ২৮ উইকেট। এর পাশাপাশি ৩৪টি টি-২০ খেলে ঝুলিতে ভরেছেন ৪৪ উইকেট।

জাতীয় দলে দীর্ঘসময় ধরে উপেক্ষিত থাকলেও ঘরোয়া ক্রিকেটে বরাবরই সফল ছিলেন রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৬৩৪ উইকেট শিকার করেছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে ব্যাটসম্যানদের সাজঘরে ফিরিয়েছেন ৪১২ বার।

ব্যাট-বল হাতে বাইশ গজে আর না নামলেও ক্রিকেটাঙ্গনকে বিদায় জানাননি রাজ্জাক। সম্প্রতি জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন শুরু করছেন তিনি। তার সঙ্গে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ শাহরিয়ার নাফিসও।

দৈনিক বগুড়া

সর্বশেষ: