মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেসিকে টপকে `সেরা ফুটবলার` এমবাপে

মেসিকে টপকে `সেরা ফুটবলার` এমবাপে

সম্প্রতি টানা দ্বিতীয়বারের মত ফরাসি ফুটবলের লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। স্ত্রাসবুর্গের সাথে খেলায় লিওনেল মেসির গোলে ১-১ গোলে ড্র করায় শিরোপা ওঠে প্যারিসের ক্লাবটির হাতে। এ নিয়ে ১১ তম বারের মত শিরোপা জিতল তারা। আর এ মৌসুমে ক্লাবের হয়ে সেরা ছন্দে থাকা ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেও  পেলেন দলের হয়ে অবদান রাখার স্বীকৃতি।

ফরাসি এ তারকা এ মৌসুমে পিএসজির জার্সিতে লিগে ৩৩ ম্যাচ খেলে ২৮ টি গোল করেছেন। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪০ টি গোল। আর তাই লিগ ওয়ানের এ মৌসুমের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে টানা চতুর্থবারের মত এ পুরস্কার ওঠলো পিএসজি তারকার হাতে। ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে এমবাপের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এমন অর্জনে আপ্লুত ফরাসি তারকা বলেন,  'আমি খুবই আনন্দিত, আমি সবসময় জিততে চাই, লিগের ইতিহাসে আমার নাম লিখে যেতে চাই।

এদিকে এমন অর্জনে সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচকেও ছাড়িয়ে গেছেন এমবাপে। লিগ ওয়ানের ইতিহাসে এমবাপেই একমাত্র ফুটবলার যিনি চার বার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। এদিকে মৌসুম সেরা ফুটবলারের দৌড়ে না থাকলেও এ মৌসুমের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।

এদিকে লিগ ওয়ানের আরেক দল লিও এর কোচ ফ্র্যাঙ্ক হেইসি নির্বাচিত হয়েছেন এ মৌসেমের সেরা কোচ হিসেবে। তার অধীনে এবার পয়েন্ট তালিকায় দুইয়ে অবস্থান করে নিয়েছে লিও। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: