
সংগৃহীত
অনেক আগে থেকেই গুঞ্জন ছিল ভারতে আসতে পারে আর্জেন্টিনা দল। তবে অনিশ্চয়তা আর টানাপোড়েনের কারণে এক পর্যায়ে আইনি লড়াইয়ের মতো কঠিন পরিস্থিতি তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শীতল। ভারত সফরে যেতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এজন্য অবশ্য বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে ভারতকে।
আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসি-ডি মারিয়া-মার্টিনেজরা। এএফএ জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এবং বাকিটি ভারতের কেরালায়। প্রীতি ম্যাচ চূড়ান্ত হলেও এখন চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ।
একটি প্রীতি ম্যাচের জন্য ভারতের খরচ কত হচ্ছে, শুনলে চোখ কপালে উঠে যেতে পারে! শুধু আর্জেন্টিনা ফুটবল দলকে ভারতে আনতে এবং ম্যাচ খেলাতে ভারতের খরচ হচ্ছে ১৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় ১৩০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮১ কোটি টাকা।
উল্লেখ্য, ২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনার আরো দুটি প্রীতি উইন্ডো রয়েছে। এর প্রথমটি অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে যেখানে একাধিক ম্যাচ খেলবে মেসিরা। নভেম্বরের উইন্ডোতে ম্যাচগুলো হবে লুয়ান্ডা ও ভারতের কেরালায়।
সূত্র: কালবেলা