শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত মুমিনুল

করোনায় আক্রান্ত মুমিনুল

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এর ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়লো।

মঙ্গলবার বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন মমিনুল।
দেশের হয়ে ৪০ টেস্ট, ২৮ ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন বাম-হাতি এই ব্যাটসম্যান।

মূলত সাদা পোশাকেই নিয়মিত খেলেন মুমিনুল। টেস্টে ব্যাট হাতে রান তুলেছেন ২ হাজার ৮৬০। ওয়ানডেতে রয়েছে ৫৫০ এর বেশি রান। টি-টোয়েন্টিতে মোট রানের সংখ্যা ৬০।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর জানা যায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

দৈনিক বগুড়া