শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাহালুতে একদিনে ৩৪০জনের করোনার টিকা গ্রহণ

কাহালুতে একদিনে ৩৪০জনের করোনার টিকা গ্রহণ

কাহালু হাসপাতালে সরকারি কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক নেতা, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মোট ৩৪০ জন করোনার টিকা নিয়েছেন। টিকা প্রয়োগের শুরুর পর গতকালই সবচেয়ে বেশী মানুষ এখানে নিয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে মোট টিকা গ্রহিতার সংখ্যা ৬২০ জন। গতকাল বৃহস্পতিবার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে টিকা নিয়েছেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ যাকারিয়া রানা জানান, ভয় ও শঙ্কা কেটে গিয়ে করোনার ভ্যাকসিন নিতে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে। করোনার টিকার জন্য নিবন্ধনের শুরু থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এখানে দেড় হাজারেরও বেশী মানুষ নিবন্ধন করেছেন। 

দৈনিক বগুড়া