শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৈলাক্ত ত্বক উজ্জ্বল করবে জবা ফুলের ফেস প্যাক

তৈলাক্ত ত্বক উজ্জ্বল করবে জবা ফুলের ফেস প্যাক

সারাবছর ত্বকের যত্ন নিলেও গরমে একটু বেশিই সময় দিতে হয়। তারপরও ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। দেখা দেয় ব্রণ, র‍্যাশসহ নানা  সমস্যা। এই সময় ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে, সেই সঙ্গে উজ্জ্বলতাও হারায়।   

ত্বকের তৈলাক্তভাব দূর করে উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন জবা ফুলের প্যাক। নারী কিংবা পুরুষ, যেকোনো বয়সের মানুষই ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাক। ত্বকের যত্নে আপনি ঘরোয়া পদ্ধতিতে জবা ফুল ব্যবহার করতে পারেন। জবা ফুল সাধারণত চুলের সৌন্দর্য এবং খুশকি থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয়। তবে এই ফুল চুলের পাশাপাশি ত্বকের যত্নেও বেশ কার্যকরী।  

জেনে নিন কীভাবে তৈরি করবেন জবা ফুলের ফেস প্যাক- 

প্যাকটি তৈরির জন্য একটি পাত্রে জবা ফুলের পাউডার নিন। এই পাউডার ফুল শুকিয়ে বাড়িতেই বানাতে পারবেন। এর সঙ্গে এক চামচ মুলতানি মাটি, মধু এবং পানি মেশান। ভালোভাবে ফেটিয়ে পেস্ট তৈরি করুন। এরপর আপনার মুখে এই ফেস প্যাকটি লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি সপ্তাহে একবার করতে পারেন। এতে ব্রণ এবং র‍্যাশ দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বলও হবে।   

সূত্র: বোল্ডস্কাই  

দৈনিক বগুড়া