শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন অতিথিকে সঙ্গে নিয়ে সতীর্থদের শুভ কামনা জানালেন রুট

নতুন অতিথিকে সঙ্গে নিয়ে সতীর্থদের শুভ কামনা জানালেন রুট

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট ১১৬ দিন পর গতকাল বুধবার আবার শুরু হয়েছে। ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনে অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

দেশের মাটিতে এই সিরিজে দলের সঙ্গে নেই ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই সিরিজের প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রুট।

আর গতকালই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ইংলিশ অধিনায়ক রুট। রুটের স্ত্রী ক্যারি কট্রেল এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আলফ্রেড উইলিয়াম নামে রুটের তিন বছরের এক ছেলে আছে।

দল থেকে দূরে থাকলেও, জাতীয় দলের সতীর্থদের শুভ কামনা জানাতে ভুলেননি রুট। সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের শুভ কামনা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বড় ছেলে ও সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

সেই ছবিতে সতীর্থদের উদ্দেশ্যে রুট লিখেছেন, ‘গুড লাক বয়েজ। আমরা ম্যাচটা দেখব এবং সব ক্ষেত্রে সমর্থন দেব।’

সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খুব বেশিক্ষণ খেলা হয়নি। প্রথম দিনে খেলা হয় মাত্র ১৭.৪ ওভার। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিন শেষে এক উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে। ডমিনিক সিবলি রানের খাতা খোলার আগেই গ্যাব্রিয়েলের বলে আউট হন। ররি বার্নস ২০ ও জো ডেনলি ১৪ রান করে অপরাজিত রয়েছেন।

দৈনিক বগুড়া