শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে পৃথক অভিযানে মাস্ক ব্যবহার না করায় ১৪ জনের জরিমানা

নন্দীগ্রামে পৃথক অভিযানে মাস্ক ব্যবহার না করায় ১৪ জনের জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণরোধে বাহিরে মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ১৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিকেল ৫ টায় নন্দীগ্রাম পুরাতন বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এসময় তিনি মাস্কও বিতরণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে জেল-জরিমানার বিধান রয়েছে। এখন জরিমানা করা হচ্ছে। এরপরেও যদি এ আইন অমান্য করে তাহলে জেলও দিতে পারি। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন এসআই রেজাউল করিম।

দৈনিক বগুড়া