শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে ভিক্ষুকদের দোকান ঘর ও অটোরিকশা বিতরণ

নন্দীগ্রামে ভিক্ষুকদের দোকান ঘর ও অটোরিকশা বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে দোকান ঘর, অটোরিকশা, ছাগল, মুরগি ও ফিড বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় দুইজনকে দুইটি দোকান ঘর, একজনকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একজনকে একটি সেলাই মেশিন ও আটজনকে দুটি করে ছাগল, ১০টি করে মুরগি ও তিন বস্তা করে ফিড দেওয়া হয়েছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মণ্ডল উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া