শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় অবৈধ পলিথিন তৈরী কারখানার সন্ধান, এক লাখ টাকা জরিমানা

বগুড়ায় অবৈধ পলিথিন তৈরী কারখানার সন্ধান, এক লাখ টাকা জরিমানা

বগুড়ার র‌্যাব-১২-আদমদীঘিতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পলিথিন তৈরীর কারখানার সন্ধান পেয়েছে।  বুধবার বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের উপস্থিতিতে বগুড়ার র‌্যাব-১২-এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার সজল কুমার সরকারের নেতৃত্বে আদমদীঘির বড় আখিড়া মন্ডপাড়া এলাকায় ভাই ভাই ট্রেডার্স নামের একটি চাতালে ঘন্টা ব্যাপি অভিযান চালায়।

অভিযানে প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যে ৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন, পলিথিন তৈরীর মেশিন ও কাঁচা মাল জব্দ এবং এই অবৈধ কারখানার মালিক রাশেদ (৩৬)কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় তাকে অব্যহতি দেয়া হয়েছে। রাশেদ তিযরপাড়ার নজরুল ইসলামের ছেলে।

দৈনিক বগুড়া