মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় আবারও দোকান বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদের

বগুড়ায় আবারও দোকান বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদের

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিলেন বগুড়ার ব্যবসায়ীরা। আগামী ১২জুন থেকে ১৯জুন পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে বুধবার চেম্বার ভবনের সম্মেলন কক্ষে করোনার সংক্রমন আশংকাজনহাওে বেড়ে যাওয়ায় বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বগুড়া চেম্বারের সহ-সভাপতি  মাফুজুল ইসলাম রাজ এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় দোকানপাট বন্ধ রাখার পক্ষে ব্যবসায়ীরা মত দেন। তাদের মতামতের ভিত্তিতেই দোকান বন্ধের সিদ্ধান্ত হয় বলে জানান সভার সভাপতি মাহফুজুল ইসলাম রাজ।

তিনি বলেন, সম্প্রতি নভেল করোনা ভাইরাস-এর কারণে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন-যাপনসহ অর্থনৈতিক কর্মকান্ড সীমিত হয়ে পড়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগের মধ্যে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনক হারে বেড়ে গেছে। এ কারনেই দোকান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে জনসাধারণের প্রয়োজনে শুধুমাত্র ঔষধের দোকান, কাঁচাবাজার ও ফলমূলের দোকান খোলা রাখা যাবে।

সভায় আরো বক্তব্য রাখেন জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বিআরটিসি মার্কেট সমিতির সভাপতি মো. ওমর ফারুক খান, বগুড়া জেলা হোটেল ও মোটেল এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এম.এম. দেলোয়ার হোসেন, বিআরটিসি শপিং কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক লিটু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ওয়েল্ডিং ও স্টীল শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রাবণ আবেদিন সনি, পার্ক রোড বনিক সমিতি’র সভাপতি মামনুর রশিদ শাইন, এম এ রসিদ সহ-সাধারণ সম্পাদক, সভাপতি কড়িতলা রেলওয়ে মার্কেট সমিতি’র আলহাজ্ব সাইফুল আলম খোকন, কোষাধক্ষ্য কড়িতলা মার্কেট সমিতির দিপক রায় দিপু, সাধারণ সম্পাদক কড়িতলা মার্কেট সমিতির মো. মাসুদুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক নিউ মার্কেট সমিতির মো. শামীম সরকার, বৃহত্তর দোকান মালিক সমিতির মো. ফিরোজ খান, সভাপতি রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট সমিতির রফিকুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক হকার্স মার্কেট মালিক সমিতির মো. আব্দুল হামিদ, আহম্মেদ মার্কেট বগুড়ার মো. মাসুদ রানা দুলাল, টিএমএসএস মার্কেট-এর মো. মাসুদ হোসেন, আহম্মেদ মার্কেটের নুরুল ইসলাম নিরু, মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক রানার প্লাজার সাজ্জাদুর রহমান তুহিন প্রমুখ।

প্রসঙ্গত এর আগে ৩১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ব্যবসায়ীরা নিজ উদ্যোগে দোকান বন্ধ রেখেছিল। এদিকে বুধবার পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। মৃত্য হয়েছে ৮ জনের।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

বগুড়ায় আলুর বাম্পার ফলন
বগুড়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে ঘর বিতরণ
বগুড়ায় আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক
শিবগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তিন দিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়
সারিয়াকান্দিতে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি
শেরপুরে ফিলিং স্টেশনে দুই লাখ টাকা জরিমানা; ২ জন আটক
সোনাতলায় রেল স্টেশনে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা
সারিয়াকান্দিতে চায়না ম্যাজিক জাল ধ্বংস করলো উপজেলা প্রশাসন
বগুড়ার সান্তাহারে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা