রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান

শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান

সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলার মাদলা চাঁচাইতরা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

অভিযানে অবৈধভাবে মাটি কাটায় জমির মালিকগণ বিরুদ্ধে  নিয়মিত মামলা দায়ের করার জন্য মাদলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাহেবকে নির্দেশ প্রদান করেন।

এর আগে গত রাতে চোপীনগর ইউনিয়নের সাতবিলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি দস্যুরা ঘটনাস্থল থেকে সটকে পড়লেও কামারপাড়া এলাকার সাতবিলা নামক স্থান থেকে জব্দ করা হয় মাটি কাটার ভেকু মেশিন এবং অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে সংশ্লিষ্ট ইউনিয়নের তহশিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

শাজাহানপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানিয়েছেন, জনস্বার্থে বেআইনিভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ: