শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুশফিককে নেয়ার লড়াইয়ে আইপিএলের তিন দল

মুশফিককে নেয়ার লড়াইয়ে আইপিএলের তিন দল

প্রথমে না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম শুরু হওয়ার ঠিক আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের নাম যুক্ত হয়েছে। এতে অনেকেই আশা করছেন এবার হয়তো তাকে আইপিএল মাতাতে দেখা যেতে পারে। সমর্থকদের আনন্দ বাড়িয়ে দিতে মুশফিকের জন্য লড়াই করতে পারে তিনটি দল।

মুশফিকুর রহিমকে নিতে সবচেয়ে বেশি আগ্রহী থাকতে পারে পাঞ্জাব কিংস। সবশেষ মৌসুমে দলটির মিডল অর্ডার যারপরনাই ব্যর্থ ছিল। বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন টুর্নামেন্ট ফ্লপ। মিডল অর্ডারের ভরসা বাড়াতে মুশফিকের প্রতি বিশেষ নজর থাকবে তাদের।

বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও নামতে পারে মুশফিকুর রহিমকে পাওয়ার লড়াইয়ে। গত আসরে দলটি উইকেটকিপারের অভাব বেশ ভালোভাবে ভুগেছে। ফলে দলের সেরা ফিল্ডার এবিডি ভিলিয়ার্সকে সীমানার বদলে উইকেটকিপিং করতে হয়েছে। এই সমস্যার সমাধানে মুশফিক হতে পারে তাদের সেরা বাছাই।

উপরোক্ত দুই দলের বাইরে রাজস্থান রয়্যালসও মুশফিককে পাওয়ার লড়াইয়ে যোগ দেবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। পাঞ্জাবের মতো রাজস্থানও ত্রয়োদশ আসরে মিডল অর্ডারে বেশ ভুগেছে। উইকেটকিপিং অপশনও তাদের হাতে খুব একটা নেই। ফলে মিস্টার ডিপেন্ডেবলের ওপর তাদের বিশেষ নজর থাকা স্বাভাবিক। 

দৈনিক বগুড়া