শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে মন্দিরে মন্দিরে জন্মাষ্টমী পালিত

শেরপুরে মন্দিরে মন্দিরে জন্মাষ্টমী পালিত

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী বগুড়ার শেরপুরে এবার মন্দিরে মন্দিরে পালিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠান বাতিল করে মন্দিরে মন্দিরে পুজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শেরপুর পৌরশহরের জগন্নাথমন্দির, যোলআনা কাচারি মন্দিরসহ ১০টি মন্দিরে জন্মাষ্টমীর কৃষ্ণপুজা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে মন্দিরেই নানা ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে জানিয়েছেন সনাতন ধর্মের নেতৃবৃন্দ।
শেরপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুমার কুন্ডু জানান, করোনার কারণে এ বছর র‌্যালী হচ্ছে না। মন্দিরেই কৃষ্ণপুজা অনুষ্ঠিত হচ্ছে।

দৈনিক বগুড়া