বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

এবার বিতর্কে জড়ালেন মেসি

এবার বিতর্কে জড়ালেন মেসি

সংগৃহীত

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিওনেল মেসির। চোটের কারণে মাঠের বাইরে আছেন। মিস করেছেন ইন্টার মায়ামির সবশেষ ৪ ম্যাচ। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ তো দূরের কথা, উল্টো হার দেখতে হচ্ছে এই তারকাকে। এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের বিপক্ষে মাঠে নেমেছিল মায়ামি। এই ম্যাচে নাকি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছেন মেসি!

রোববার ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচের আগে দলটির সহকারী কোচ জাভি মোরালেস মেসির বিতর্কের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছেন।

মোরালেস বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।’

মায়ামির সহকারী কোচ আরো বলেন, ‘আমরা দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ১০ জনের দলে পরিণত হই, তাই ফল ধরে রাখতে পারিনি।’

মেসি কেন এমন আচরণ করেছেন, সেটি এখনো স্পষ্ট নয়। তবে মন্টেরে কোচ ফার্নান্দো অর্টিজের করা একটি মন্তব্যকে ঘিরেই নাকি মেজাজ হারিয়েছেন মেসি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসির আচরণের পরিপ্রেক্ষিতে মায়ামির বিরুদ্ধে কনকাকাফে অভিযোগ দায়ের করেছে মন্টেরে। অভিযোগে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামও দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

সূত্র: ডেইলি বাংলাদেশ

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ