বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বড়শিতে ধরা পড়ল ১০০ কেজি ওজনের শুশুক

বড়শিতে ধরা পড়ল ১০০ কেজি ওজনের শুশুক

টাঙ্গাইলের ধলেশ্বরী নদীতে বড়শিতে ধরা পড়েছে প্রায় একশ কেজি ওজনের শুশুক। শুশুকটি দেখতে উৎসক মানুষ ভিড় করছে। রোববার (৩১ জুলাই) ভোরে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারে সেন্টু নামের এক যুবক শুশুকটি আনে। সেন্টু উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আমজাদ আলী ছেলে।

এলাকাবাসী জানায়, শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় নদীতে বড়শি ফেলে সেন্টু। রাতে বড়শিতে ছোট একটি বোয়াল মাছ আটকে যায়। সেন্টু মাছটি আনার জন্য যায়। এসময় আকস্মিকভাবে বিশাল আকৃতির শুশুকটি বড়শিতে আটকে থাকা বোয়াল গিলতে গিয়ে আটকে যায়। পরে সেন্টু ভয় পেয়ে চিৎকার শুরু করে। এসময় আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহায়তায় শুশুকটি ধরা হয়। ভোরে শুশুকটি জাঙ্গালীয়া বাজারে নেয়া হলে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। পরে দূরদূরান্ত থেকে মানুষ শুশুকটি দেখতে ভিড় জমায়।

সেন্টু মিয়া বলেন, সন্ধ্যায় নদীতে বড়শি ফেলি। রাতে ছোট একটি বোয়াল মাছ বড়শিতে আটকে যায়। ওই বোয়াল মাছটি আনতে যাই। এসময় আকস্মিকভাবে বিশাল আকৃতির শুশুকটি বড়শিতে আটকে যাওয়া বোয়ালকে গিলে ফেলে। ওই মাছটি দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাদের সহায়তায় শুশুকটি ধরা হয়।

তিনি আরও বলেন, শুশুকটির ওজন আনুমানিক একশ কেজি হবে। ভোরে জাঙ্গালীয়া বাজারে নেয়া হলে ১৫ হাজার টাকায় স্থানীয় কয়েকজন সেটি কিনে নেন। ক্রেতা ইসমাইল মিয়া জানান, শুশুকটি ১৫ হাজার টাকায় আমরা কয়েকজন মিলে কিনে ভাগ করে নিয়েছি।

নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাছুম বিল্লা জানান, এ ধরনের শুশুক বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। আমরা বাজারে যাওয়ার আগেই স্থানীয়রা সেটি কিনে ভাগাভাগি করে নিয়ে নেন। তিনি আরও জানান, যদি জীবিত থাকতো তাহলে উদ্বার করে অবমুক্ত করা হতো। এটি মারা, ধরা ও খাওয়া দণ্ডনীয় অপরাধ।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস