বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সবসময় লকডাউন দিয়ে রাখা সমাধান নয় : তথ্যমন্ত্রী

সবসময় লকডাউন দিয়ে রাখা সমাধান নয় : তথ্যমন্ত্রী

সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন নেই এবং সবসময় লকডাউন দিয়ে রাখা সমাধান নয় বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ মে) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের ‘বিটিভি অ্যাপ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

লকডাউনের সময়সীমা বাড়বে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না, বলতে পারব না। তবে মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা যাবে না। ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে যেখানে ১০০ জনের বেশি মৃত্যুবরণ করছিল, সংক্রমণের হার ২৫ শতাংশে পৌঁছেছিল। সেটি ছুটি ঘোষণার কারণে মানুষ স্বাস্থ্যবিধি পুরোপুরি না মানলেও অনেকটা মানার কারণে সংক্রমণের মাত্রা ৯ শতাংশের নিচে নেমে এসেছে এবং মৃত্যুর সংখ্যা ৫০ এর নিচে নেমে এসেছে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ছুটির একটি সুফল আছে সেটি তো দৃশ্যমান। সেটি আমরা অনুধাবন করছি। সব মানুষ যদি স্বাস্থ্যবিধি মানে, হুড়োহুড়ি না করে, বাড়ি যাওয়ার প্রতিযোগিতায় না নামে তাহলে তো সব সময় লকডাউন দিয়ে রাখার প্রয়োজন নেই। আমরা যদি এগুলো না মানি সেক্ষেত্রে সরকারকে চিন্তা করতে হবে কিভাবে মানুষকে সুরক্ষা দেয়া যায়।’

তিনি বলেন, ‘সবসময় লকডাউন দিয়ে রাখা তো সমাধান নয়। আমরা যদি সবসময় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানি সেক্ষেত্রে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

ঘরমুখী মানুষ যখন গ্রাম থেকে ঢাকায় ফিরবে তখনো হুড়োহুড়ি থাকবে, সেক্ষেত্রে সরকার কী চিন্তা করছে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘যেহেতু এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বলা হয়, তারা বলা বলা-ই সমীচীন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক (ডিজি) সোহরাব হোসেন, সংসদ টেলিভিশনের মহাপরিচালক আবেদা আক্তার, বিটিভির অনুষ্ঠান বিভাগের উপ-মহাপরিচালক ডা. সৈয়দা তাসমিনা আহমেদ প্রমুখ।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস