মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আরেকটা `বাসন্তী গল্প` বানানোর চেষ্টা করেছিল প্রথম আলো

আরেকটা `বাসন্তী গল্প` বানানোর চেষ্টা করেছিল প্রথম আলো

একটি ছোট্ট শিশুকে মাত্র ১০ টাকা হাতে তুলে দিয়ে সম্পূর্ণ একটি মিথ্যা গল্প সাজিয়ে আরেকটা বাসন্তী গল্প বানানোর চেষ্টা করেছিল প্রথম আলো। কিন্ত, সচেতন মানুষদের প্রতিবাদ-প্রতিরোধের মুখে সেই মিথ্যাটি আর প্রতিষ্ঠিত করতে পারেনি প্রথম আলো। ১৯৭২-৭৫ সালে পুরো সময় ধরে এ ধরনের অপপ্রচারের মাধ্যমে ১৫ আগস্টের ক্ষেত্র প্রস্তুত করেছিল সাম্রাজ্যবাদের এদেশীয় দালাল গং। মিথ্যা গুজব চালিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করা অবশ্যই অপরাধ। কিন্তু তার চেয়েও বড় অপরাধ ‘child exploitation’।

একটা শিশুকে হাতে ১০ টাকা ধরিয়ে দিয়ে তাকে ব্যবহার করা হয়েছে। এভাবে একটি শিশুকে ব্যবহার শুধু অনৈতিকই নয়, আইনবিরুদ্ধও বটে। Child Exploitation এর অপরাধে অপরাধী প্রথম আলো। Child Exploitation যে কোনো আন্তর্জাতিক আইনেরও violation বা সুস্পষ্ট লঙ্ঘন।

প্রথম আলোর দায়িত্বজ্ঞানহীনতার জন্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একটি শিশু মারা গিয়েছিল। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সেই শিশু হত্যা মামলার আসামী। প্রথমে শিশু হত্যা এবং এবার Child Exploitation, এর দায় কার? মতিউর রহমানকে কি গ্রেফতার করা উচিত নয়?

দৈনিক বগুড়া

সর্বশেষ: