শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাঙালির উপর আক্রমণকারীদের একজন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

বাঙালির উপর আক্রমণকারীদের একজন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫ মার্চ বাঙালির উপর যে আক্রমণ চালানো হয়েছিল, সেই আক্রমণকারীদের একজন কিন্তু জিয়াউর রহমান। যতগুলো সেক্টরে যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচে বেশি হত্যা হয়েছে জিয়াউর রহমান যে সেক্টরে। সেখানে মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে।

তিনি বলেন, আজকে বিএনপির নেতারা অনেক কথা বলে, ২৫ মার্চ আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন, তাহলে যুদ্ধটা করল কে? জাতির পিতা বঙ্গবন্ধুকে যুদ্ধ পরবর্তী সময়ই দেয়া হয়নি।

বুধবার ২৭ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর কিছু লোক নতুন বিপ্লব করতে চেয়েছিল। এদের সঙ্গে যুক্ত হয়েছিলো ওই স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের উদ্দেশ্য ছিলো বঙ্গবন্ধু সম্পর্কে বিরুপ ধারণা তৈরি করা। কিন্তু তারা সফল হতে পারেনি। বাংলাদেশের বিজয়কে তারা নস্যাৎ করতে চেয়েছিল, এজন্যই তারা হত্যা করেছে।

সূত্র: channelonline