বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

গুঞ্জন হলো সত্যি, গিয়াসউদ্দিন সেলিমের সিনেমায় পরীমনি

গুঞ্জন হলো সত্যি, গিয়াসউদ্দিন সেলিমের সিনেমায় পরীমনি

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ‘মনপুরা’ চলচ্চিত্র দিয়ে দর্শককের মনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। সর্বশেষ ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন। সে সিনেমায় নায়িকা হিসেবে দেখা গিয়েছিলো পরীমনিকে।

এরপর ‘প্রীতি’ নামে একটি ওয়েব সিরিজেও পরীমনিকে নিয়ে কাজ করেছেন গিয়াসউদ্দিন সেলিম।

দুজনে আবারও জুটি হয়ে আসছেন। সেলিমের ‘গুনিন’ সিনেমায় দেখা যাবে পরীমনিকে, এমন গুঞ্জনই শোনা যাচ্ছিলো চলচ্চিত্র পাড়ায়। এ নিয়ে গেল ৯ সেপ্টেম্বর সংবাদও প্রকাশও হয়েছিলো জাগো নিউজে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। পরিচালক সেলিমের নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন নায়িকা পরী।

‘স্বপ্নজাল’ সিনেমার শুভ্রার পর এবার রাবেয়া চরিত্রের পরীকে দর্শকের সামনে হাজির করবেন ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। শুক্রবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। তিনি জানান, ‘আবারও প্রিয় পরিচালকের সঙ্গে কাজ করা, ভালো লাগছে। গল্প ও চরিত্রটি নিয়ে দুই দিন বসেছি আমরা। পুরো গল্পটি আমি পড়েছি। অবশেষে চুক্তিবদ্ধ হলাম।’

‘গুনিন’ নির্মাণ করা হচ্ছে ওয়েব প্লাটফর্মের জন্য। এ ছবির রাবেয়া চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার। তবে তার শিডিউল নিয়ে ঝামেলা হওয়ায় পরীমনিকে বেছে নিলেন সেলিম।

গিয়াস উদ্দিন সেলিম জানান, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে তৈরি হবে এ সিনেমার শুটিং সেট। ১০ অক্টোবর থেকে শুরু হবে দৃশ্যধারণ। এরপর ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে।

৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুনিন’ ছবির কাহিনি। সেখানে জিন–ভূত তাড়ানো হয়। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে উড়ছে লাল কাপড়ের নিশান। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।

‘গুনিন’ ছবিতে পরীমনি ছাড়া আরও অভিনয় করবেন মোস্তফা মনওয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, শরিফুল রাজ, শিল্পী সরকার অপু, নাসির প্রমুখ।

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ