রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ডালিমের ঔষধি গুনাগুন

ডালিমের ঔষধি গুনাগুন

  • ডালিম ক্ষিদে বাড়িয়ে দেয়, শরীল সিগ্ধ করে ও বল বৃদ্ধি করে ।
  • ডালিম রুচি বৃদ্ধি করে শ্বাসকষ্ট কাশি ও বাত ব্যাথা নাশ করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। অরুচি দূর করে।
  • ডালিম খেলে শরীরের একটা বিশেষ ধরণের ফূর্তিভাব বা চেতনার সৃষ্টি হয় ।
  • ডালিমের রস মেধা বৃদ্ধি করে, মুখ পরিষ্কার করে ।
  • ডালিমে প্রচুর পরিমাণে লৌহ আছে যা রক্তবৃদ্ধি করে ।
  • ডালিমের সরবতে সমপরিমাণ পানি মিশিয়ে পান করলে উষ্ণাপত্ত অর্থাৎ পিত্ত গরম হওয়া সেরে যায়, গরমকালে মাথা গরম দূর হয়ে যায় ।
  • চোখের জ্বালা কমে যায়। এ সরবত রুচিকারক এবং এর কাছে পিত্তের প্রকোপ শান্ত করার গুণ ।
  • বহুদিন ধরে যারা আমাশায় ভুগছেন তাদের ডালিমের খোসা লবঙ্গের সঙ্গে ফুদিয়ে খাওয়ালে অন্য ঔষধের চেয়ে অনেক বেশি সুফল লাভ করবেন ।
  • ডালিমের রস খেলে জন্ডিস সেরে যায় বুক ধড়ফড়ানি ও সারে। বুকের ব্যথা ও কাশি কমে যায় ।
  • ডালিমের রস বমি বন্ধ করে ও হার্টের পক্ষে উপকারি ।
  • ডালিমের রস বিটলবণ ও মধু এক সঙ্গ মিশিয়ে মুখে রাখলে বিশ্রি রকমের অরুচি প্রশমিত হয় ।ডালিমের রস পুরনো পেটের অসুখে ও জ্বরে উপকার দেয় ।
  • মিষ্টি ডালিম লঘুপাক, মেধা বৃদ্ধি করে, মুখ পরিষ্কার করে হার্ট ও লিভার সবল করে ।
  • ডালিমের রয়েছে এন্টিঅক্সিডেন্ট যা যৌবন ধরে রাখতে সাহায্য করে । তাই নিয়মিত ডালিমের রস /জুস পান করলে ত্বকে বয়সের ভাজ পড়েনা ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: