বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সেনাবাহিনীর নামে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে গ্রেফতার-১

বগুড়ায় সেনাবাহিনীর নামে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে গ্রেফতার-১

“বাংলাদেশ সেনাবাহিনী” নামে ভূয়া ফেসবুক আইডি খুলে সাধারন জনগনকে বিভ্রান্ত করার অভিযোগে সাইবার পুলিশ বগুড়া ইউনিট এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সিয়াম হোসাইন (২০) গাবতলী থানাধীন জাগুলি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার সাইবার মনিটরিংকালীন “বাংলাদেশ সেনাবহিনী” নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পেলে তারা প্রাথমিক অনুসন্ধান শেষে বগুড়া জেলা পুলিশকে জানায়।

সাইবার পুলিশ সেন্টারের প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে পুলিশ সুপার বগুড়া জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার মহোদয়ের নির্দেশে সাইবার পুলিশ বগুড়ার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে একটি দল ১২/০৪/২০২০ তারিখ বেলা ১১.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী থানাধীন জাগুলি গোলাপাড়া গ্রামে আসামী সিয়ামের বাড়ীতে অভিযান করে অভিযুক্ত সিয়াম কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত সিয়াম বিভিন্ন সময় তার নিজস্ব ডিভাইস এর মাধ্যমে নিজের পরিচয় গোপন রেখে প্রতারণা ও ছলনার আশ্রয় নিয়ে সামরিক বাহিনীর নামে পোস্ট দিয়ে আসছে।

আসামীকে গ্রেফতারের পর তার হেফাজত থেকে ০১(এক)টি VIVO স্মার্ট মোবাইল ফোন ও ০৫ (পাঁচ) টি সিমকার্ড উদ্ধার করা হয়। এবিষয়ে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।নিউজ টি বগুড়া পুলিশ থেকে নেওয়া।

দৈনিক বগুড়া

সর্বশেষ: