বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় স্বাস্থ্যবিধি না মানায় নিউ মার্কেট বন্ধ ঘোষণা

বগুড়ায় স্বাস্থ্যবিধি না মানায় নিউ মার্কেট বন্ধ ঘোষণা

বগুড়ায় স্বাস্থ্যবিধি না মানায় শহরের সবচেয়ে বড় বিপণিবিতান ‘নিউ মার্কেট’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ফয়েজ আদাম্মদ। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানায় দুপুর সাড়ে ১২টা থেকেই মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের মতো বগুড়ার নিউ মার্কেটসহ সব বিপণিবিতান গত ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায়। কয়েক দফায় বাড়িয়ে তা ১৬ মে পর্যন্ত বলবৎ রাখা হয়। এরই মধ্যে বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় জেলা প্রশাসন গত ২১ এপ্রিল পুরো জেলা লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করে। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১২ মে পর্যন্ত বগুড়ায় মোট ৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে পবিত্র মাহে রমজান ও ঈদে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে ১০ মে থেকে সারা দেশে বেশ কয়েকটি শর্তে সীমিত পরিসরে দোকান-পাট ও মার্কেট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এসব শর্তের মধ্যে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি অন্যতম ছিল। কিন্তু দোকান ও মার্কেটগুলো খোলার প্রথম দিনই বগুড়া নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষের ভিড় উপচে পড়ে। বেচাকেনার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা হয়নি।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাতে বগুড়ায় সর্বোচ্চ ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি জেলা প্রশাসনকে ভাবিয়ে তোলে। এ কারণেই নিউ মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে একটি টিম নিউ মার্কেটে গিয়ে দোকান মালিকদের বন্ধের সিদ্ধান্ত জানিয়ে তা কার্যকর করেন।

বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, স্বাস্থ্যবিধি মেনে না চলায় বগুড়া শহরের নিউ মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুর থেকেই ওই মার্কেট বন্ধ করা হয়েছে। অন্য মার্কেটগুলোতেও জেলা প্রশাসনের নজরদারি রয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে অন্যগুলোও বন্ধ ঘোষণা করা হবে।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস