মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে ধান ব্যবসায়ীর মৃত্যু

আদমদীঘিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে ধান ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই হৃদয় বিরাদক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত পৌনে ১০টায় উপজেলা সদরের কেশরতা গ্রামে।

জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের কেশরতা গ্রামের মৃত কছির উদ্দিন প্রামানিকের ছেলে ধান ব্যবসায়ী আব্দুল গফুর (৪৮) প্রতি দিনের ন্যায় গত মঙ্গলবার তার ব্যবসা প্রতিষ্ঠান কুসুম্বী বাজার থেকে বাড়িতে গিয়ে রাত্রি পৌনে ১০টার দিকে তার ছেলেকে নিয়ে বাড়ীর বাথরুম পরিস্কার করছিল।

এ সময় অসাবধানতা বসতঃ কোদালের কোপে বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পরে গেলে ওই ছেড়া তার সে সরাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয়। তৎক্ষনাত তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এই হৃদয় বিরাদক ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: