মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গাবতলীতে বৃক্ষরোপণ করল ‘স্টার্ট ফাউন্ডেশন’

গাবতলীতে বৃক্ষরোপণ করল ‘স্টার্ট ফাউন্ডেশন’

বগুড়ার গাবতলী উপজেলায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে বেসরকারি সংগঠন ‘স্টার্ট ফাউন্ডেশন’। আজ বুধবার দুপুরে উপজেলার দুর্গাহাটা শিলদহ গ্রামে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়ায় ‘স্টার্ট ফাউন্ডেশন’ এই বৃক্ষরোপণের আয়োজন করে। দুপুরে দুর্গাহাটা শিলদহ গ্রামে জেলা যুবলীগ নেতা রাছেদুজ্জামান রাছেল এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি অব্যাহত থাকবে।

এতে আরও ছিলেন বগুড়া সম্মিলিতি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল আলম অশ্রু, সহ-প্রতিষ্ঠাতা শেখ মাসুকুর রহমান, রাকিবুল ইসলাম, প্রকৌশলী রাকিবুল ইসলাম, জামিল হোসেন, ওহেদুর রহমান লিটন সহ প্রমূখ। এ সময় তারা ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: