মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি পুর্নগঠন

বগুড়ার শেরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি পুর্নগঠন

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্যে ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মেয়াদ উর্ত্তীণ হওয়ায় নতুন করে বগুড়ার শেরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির পুর্নগঠন করা হয়েছে।  

দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের স্বাক্ষরিত স্মারকে পাঠানো নয় সদস্য বিশিষ্ট পুর্নগঠিত উপজেলা কমিটির সভাপতি পদে নিমাই ঘোষ ও সাধারণ সম্পাদক পদে এটিএম আব্দুস সাত্তার মনোনিত হয়েছেন। এছাড়া অন্যরা হলেন- সহসভাপতি পদে সাংবাদিক মো. আইয়ুব আলী, মো. গোলাম মোস্তফা, সদস্য পদে মাহবুবুল আলম হিরু, আব্দুর রশীদ, প্রতিভা রানী, আফরোজ নার্গিস সাথী ও আঞ্জুমান আরা বেগম। 

আগামি তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন। তারা দুর্নীতি দমন কমিশনের জারিকৃত গঠনতন্ত্র ও কার্য-নির্দেশিকা অনুযায়ী এই উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে ওই স্মারকে নির্দেশনা দেয়া হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: