সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নতুন করে করোনা শনাক্ত ৬৭, সুস্থ ১৩১ জন

বগুড়ায় নতুন করে করোনা শনাক্ত ৬৭, সুস্থ ১৩১ জন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৭ জনের। এদের মধ্যে পুরুষ ৪৫, নারী ১৬ ও শিশু ৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৫ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ফেসবুক লাইভে এসব জানিয়েছেন।

একই সময়ে সুস্থ হয়েছে ১৩১ জন। এদের মধ্যে সদর উপজেলার ১০০ জন রয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ হাজার ৩৮৭ জন। বর্তমানে বগুড়ায় করোনা রোগী রয়েছেন ১ হাজার ৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় কেউ মারা যাননি। এ জন্য বগুড়ায় করোনায় মোট মৃত্যু সংখ্যা ১২২ জন।

জেলায় নতুন নমুনা সংগহ করা হয়েছে ২৭৩টি। আর গতকাল পরীক্ষা করা হয়েছে ২৯৯টি নমুনা।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৮২ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬২ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

 

দৈনিক বগুড়া

সর্বশেষ: