সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভীতি নয়, পুলিশ এখন জনমুখী– অতি:পুলিশ সুপার বগুড়া

ভীতি নয়, পুলিশ এখন জনমুখী– অতি:পুলিশ সুপার বগুড়া

এক সময় পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ভীতি ছিল। কিন্তু বাংলাদেশ পুলিশ এখন অনেক জনমুখী ও সেবা মূলক কার্যক্রমে স্বাক্ষর রাখতে পেরেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ও দুরদর্শী দিক নির্দেশনার কারণেই এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে সহজে পুলিশী সেবা পায়, ‘দুষ্টের দমন শিষ্টের পালন’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। এর ফলে প্রতিটি পাড়া মহল্লা পুলিশের নজরদারীতে থাকবে। তবে এ কাজে সমাজের সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার বিকেলে বগুড়ার শাজাহানপুরের সুলতানগঞ্জে পৌর কাউন্সিলর অফিসে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী। বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজীম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং বগুড়া শহর শাখার সভাপতি আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু, কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আম্বার হোসেন। উপস্থিত ছিলেন বিট পুলিশিং অফিসার এসআই রাজু কামাল, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোর্শেদুল আলম হিরু, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ, সহ-সভাপতি আলী হায়দার টিক্কা, আওয়ামীলীগ নেতা সাজেদুল ইসলাম মিলন, আলেয়া বেগম, মেরী বেগম, নূরুল, আশরাফ প্রমুখ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: