বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে- শিল্পী

সরকার শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে- শিল্পী

বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, যে দেশের মানুষ যত শিক্ষিত, সে দেশ ততো উন্নত। পিছিয়ে পড়া বাংলাদেশকে ধনী রাষ্ট্রে পরিনত করতে সরকার শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি নারী শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি অাজ বৃহস্পতিবার কুপতলা উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাহাদারা মান্নান তার বক্তব্যে আরও বলেন, সরকার শিক্ষাবর্ষের প্রথম কর্মদিবসেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিশ্বের দরবারে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এছাড়াও মেয়েদের ডিগ্রী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের উপবৃত্তি চালু করেছে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করেছে। সরকার প্রতিটি প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর উন্নয়ন করে দিয়ে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে।
অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, মতিয়ার রহমান মতি, মামুনুর রশিদ হিমু, স্থানীয় নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু প্রমুখ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: