মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে অস্ত্রবিহীন ভিডিপির প্রশিক্ষনের সনদপত্র বিতরণ

সারিয়াকান্দিতে অস্ত্রবিহীন ভিডিপির প্রশিক্ষনের সনদপত্র বিতরণ

শান্তি শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তাই সর্বত্র আমরা এই প্রত্যাশা বগুড়ার সারিয়াকান্দিতে আনসার ভিডিপি’র অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের ১০দিনের সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সারিয়াকান্দি অফিসের উদ্যোগে অস্ত্রবিহীন ভিডিপি প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সারিয়াকান্দি আনিলা জাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হাসেম আলী। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা মনিটরিং শফিকুল ইসলাম শফিক, উপজেলা প্রশিক্ষিকা মরিয়ম বেগম, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার আঙ্গুলী বেগম, দলনেতা-দলনেত্রী।

দৈনিক বগুড়া

সর্বশেষ: