শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আদমদীঘি রক্তদহ বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান

আদমদীঘি রক্তদহ বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান

বগুড়া আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী রক্তদহ বিল আজ শনিবার নিষিদ্ধ ২০০০ মিটার ভাদাই জাল ও নিষিদ্ধ ৫০০০ মিটার কারেন জাল দিয়ে মৎস্য শিকারের সময় ৩ জন ব্যাক্তিকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়।

আজ সূত্রে জানা যায় ১৭ অক্টোবর শনিবার ভোর ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত উপজেলার রক্তদহ বিলে  এক অভিযান চালায় আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন।পরে আটককৃত তিন জন মৎস শিকারিকে প্রত্যেকের কাছ থেকে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা অর্থ দন্ড আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত মাছ উপজেলার বাজার সংলগ্ন এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা সুজন পাল ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: