মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে মজুদ ও অধিক মূল্যে আলু বিক্রি, বগুড়ায় ৩ জনকে জরিমানা

অবৈধভাবে মজুদ ও অধিক মূল্যে আলু বিক্রি, বগুড়ায় ৩ জনকে জরিমানা

অবৈধভাবে  মজুদ এবং অধিক মূল্যে আলু বিক্রির অপরাধে বগুড়ায় কোল্ড স্টোরেজ  এবং  ব্যবসায়ীকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট রোমানা রিয়াজ ও নাছিম রেজা।  এসময় জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন। 

ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ করে রাখার অপরাধে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ (১) (ঠ) ধারা অনুযায়ী  শাজাহানপুরে টিএমএসএসের কোল্ড স্টোরেজকে ৫০ হাজার,  বেতগাড়ির আশরাফিয়া কোল্ড স্টোরেজের একজন পাইকারি ব্যবসায়ীকে অধিক মূল্যে বিক্রির অপরাধে ৫ হাজার এবং একই অপরাধে অপর এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: