বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বাংলাদেশ ডেন্টাল পরিষদ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় বাংলাদেশ ডেন্টাল পরিষদ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় শুক্রবার সকালে শহরের কলোনী নর্থওয়ে মোটেলের সভাকক্ষে বাংলাদেশ ডেন্টাল পরিষদ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) সালাহ্ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে এডিএম বলেন, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন মেনেই সাধারণ মানুষকে সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা প্রদান করাই হতে হবে সকলের মূলব্রত।

সংগঠনের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদারের সার্বিক পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন, ডেন্টাল সার্জন ও সংগঠনের উপদেষ্টা ডা: এম আর জামান এবং বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: ফারজানুল ইসলাম।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি যথাক্রমে আকলাকুর রহমান, শাহাদৎ হোসেন ও রাসেল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, ইকবাল হোসেন আনসারী, মোর্শেদ সুমন, শামীম, শুভ সরকার, পবিত্র সরকার প্রমুখ। পরিশেষে সংগঠনের সদস্যদের র‌্যাফেল ড্র এবং সাংগঠনিক আলোচনার মাধ্যমে করোনাকালীন সময়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সকল ডেন্টিস্টদের চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি করা হয়।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস