মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে নির্বাচনী ভাতা বিতরণ

সারিয়াকান্দিতে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে নির্বাচনী ভাতা বিতরণ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে উপজেলা ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮শ’ ৪০ জন আনসার ও ভিডিপি সদস্যর মাঝে টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হাসেম আলী, গাবতলী আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, উপজেলা প্রশিক্ষিকা মরিয়ম বেগম, শাহজাহানপুর উপজেলা প্রশিক্ষিক মোঃ সোহাগ মিলন প্রমুখ।

নির্বাচনী ভাতা হিসেবে পাঁচ দিনে পিসি ও এপিসিগণ জনপ্রতি ২ হাজার ৯শ’ ৭৫ টাকা এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণ জনপ্রতি ২ হাজার ৬শ’ ৩৬ টাকা করে পান। উল্লেখ্য-১৪জুলাই অনুষ্ঠিত বগুড়া-১ আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনে সারিয়াকান্দি উপজেলার ভোট কেন্দ্রের ৮৪০ জন আনসার সদস্য-সদস্যা ও পিসি ৭০ জন এবং এপিসি ৭০ জন আইন-শৃংখলা রক্ষার কাজে দায়িত্বপালন করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: