শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন

আদমদীঘিতে কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুুুরে উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমুরীগ্রামে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা শারমিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, নশরতপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক খন্দকার প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন জানায়, হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রথম পর্যায়ে ৮৪৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।

এসব শ্রমিক দিয়ে আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে প্রতিটিতে ৩টি করে ১৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। একদিনের কাজের বিনিমিয়ে প্রত্যেক শ্রমিক মজুরি পাবে ২০০ টাকা।

দৈনিক বগুড়া