মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বাংলার কৃষকের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কৃষক লীগ গঠন করা হয়েছে

বাংলার কৃষকের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কৃষক লীগ গঠন করা হয়েছে

শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ লুৎফর রহমান বলেছেন- বাংলার কৃষকের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক লীগ গঠন করেছেন।

বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব সফল করার লক্ষ্যে তার যোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ কে বর্তমানে খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন।

বর্তমানে বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে ব্যপক সফলতা অর্জন করেছে। তা শুধু জননেত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব কর্ম সূচী গ্রহণ ও কৃষকের দুর গোড়ায় সার, কীটনাশক, কৃষি যন্ত্রাংশ পৌছে দেওয়ার কারণেই সম্ভব হয়েছে। বর্তমানে সরকার কৃষি ক্ষেত্রে ব্যপক ভুর্তূকী প্রদান করেছেন। সেই সাথে দুর্যোগ পূর্ণ এলাকায় কৃষি ক্ষেত্রে বিনা মূল্যে সার, বীজ বিতরণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করেছেন।

তিনি মঙ্গলবার শিবগঞ্জ জনকল্যাণ সংঘ পাবলিক লাইব্রেরী সভাকক্ষে আগামী ২৮ নভেম্বর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ১২টি ইউনিয়ন একটি পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বর্ধিত সভায় উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুলের সঞ্চালনে উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগ ছাম্মাদ হোসেন, বকুল মন্ডল, রানা মিয়া, নেতা সিরাজুল ইসলাম, রেজাউল করিম ছানা, মাষ্টার শাহিনুর আলম, রাম প্রসাদ গুপ্ত, পৌর কৃষক লীগ নেতা মাহবুর রহমান, মোহাম্মদ আলী, ইউনিয়ন কৃষক লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফাজ্জল হোসেন, আবু বক্কর সিদ্দিক, বুলবুল আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, হযরত আলী, রেজুওয়ান হক মহসিন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

দৈনিক বগুড়া

সর্বশেষ: