বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে পৌর নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

আদমদীঘিতে পৌর নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরন বিধি ও আইনশৃংখলা সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচন অফিসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মাহবুব আলম শাহ।

তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারী সান্তাহার পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য ৯ জানুয়ারী শনিবার থেকে ৪দিন ভোটারদের উম্মুক্ত প্রশিক্ষনে ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ন অবাধ ও সুষ্ঠ করতে সকল প্রকার ব্যবস্থা রয়েছে। কেউ যেন আচরণবিধি লংঘন না করেন সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুচাঁচিয়ার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কেএইচএম এরশাদ। আরও বক্তব্য রাখেন বগুড়া সদর নির্বাচন অফিসার এএসএম জাকির হোসেন, আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, মেয়র প্রার্থী আওয়ামীলীগের আশরাফুল ইসলাম মন্টু, বিএনপির তোফাজ্জল হোসেন ভুট্টু, ইসলামি আন্দোলনের হাজি আব্দুর রাজ্জাক, মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী আদরী, সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা, রবিউল ইসলাম, ছায়ফুল ইসরঅম, তাইজুল ইসলাম প্রমূখ।

সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নানা অসুবিদার কথা তুলে ধরে ভোটারদের কেন্দ্রে আসা নিশ্চিত করার দাবী জানান। এর আগে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের পদ্ধতি প্রদর্শন করা হয়।

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ