সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে নৌকা প্রতীকে ভোট চেয়ে যুবলীগের গণসংযোগ ও পথ সভা

শিবগঞ্জে নৌকা প্রতীকে ভোট চেয়ে যুবলীগের গণসংযোগ ও পথ সভা

আগামী ৩০ জানুয়ারি বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে  আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী  তৌহিদুর রহমান মানিকের পক্ষে মঙ্গলবার পৌর  এলাকার বানাইল, বন্তেঘরি, শব্দলদীঘি, দহিলাসহ কয়েকটি এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণ সংযোগ করেন। পরে কানুপুর গ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে পথ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রাজু আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোবার্শ্বের হোসেন স্বরাজ, আবু হাসান সিদ্দিকী মিলন, নুর হোসেন সৈকত, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম সজীব, জহিরুল ইসলাম শিশির, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহাজাদা চৌধুরী, আলহাজ্ব আমিনুল হক দুদু, উপজেলা যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, শহিদ উদ্দিন, মনোয়ার হোসেন, তাহেরুল ইসলাম প্রমুখ।  

পথসভায় প্রধান অতিথি রাজু আহম্মেদ বলেন, জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। সেই নৌকা মার্কা নিয়েই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, শিবগঞ্জ পৌরসভায় গত ৫ বছরে প্রায় শত কোটি ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই। তাই ৩০ জানুয়ারি নির্বাচনে মেয়র পদে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে তৌহিদুর রহমান মানিককে বিপুল ভোটে নির্বাচিত করুন। তবেই এই এলাকায় আবারও ব্যাপক উন্নয়ন ঘটবে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: