বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়া থেকে অপহৃত ২ বোনকে উদ্ধার করেছে সিরাজগঞ্জ হাইওয়ে থানা পুলিশ

বগুড়া থেকে অপহৃত ২ বোনকে উদ্ধার করেছে সিরাজগঞ্জ হাইওয়ে থানা পুলিশ

শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বগুড়ার শেরপুর থেকে অপহৃত মিথিলা (১০) ও লামিয়া (৭) নামে দুই বোনকে উদ্ধার করেছে সিরাজগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

এই ঘটনায় জড়িত থাকায় সোহান আহম্মেদ (১৯) এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। মিথিলা ও লামিয়া বগুড়ার শেরপুরের মোহাম্মদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

তারা দু’জনই উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে সোহান তাদের অপহরণ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

আটক করা হয় অপহরণকারী সোহানকে। বগুড়া হাইওয়ে থানার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ জানান, অভিযুক্ত সোহান একই গ্রামের বাসিন্দা এবং ওই দুই বোনের দূরসম্পর্কের মামা বলে জানা গেছে। কোনো অসৎ উদ্দেশেই তাদের অপহরণ করা হয়েছিল। শিশু দু'টিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস